কাতারের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর বিরোধের অবসান, চুক্তি সই

দীর্ঘ সাড়ে তিন বছরের বিরোধ অবশেষে মিটল। কাতারের ওপর থেকে অবরোধ তুলে নিয়ে সংহতি ও স্থিতিশীলতার চুক্তিতে সই করেছে উপসাগরীয় দেশগুলো। সৌদি আরবের আল উলা শহরে মঙ্গলবার জিসিসি’র ৪১তম সম্মেলনে জোটের ৬ সদস্য দেশ এতে অংশ নেয়। বিশ্লেষকরা আশা করছেন, এরপর থেকে কাতারের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর ভূরাজনৈতিক সঙ্কটের নিরসন হতে যাচ্ছে। খবর আল জাজিরার।

মঙ্গলবার চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, সঙ্কট সমাধানে আমাদের নিরন্তর প্রচেষ্টা অবশেষে সফল হয়েছে। উপসাগরীয় দেশগুলো একই সঙ্গে আরবীয় এবং ইসলামিক সংহতির ক্ষেত্রটি স্পর্শ করতে সক্ষম হয়েছে। চুক্তিতে মধ্যস্থতা করার জন্য যুবরাজ কুয়েত  ও যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। সম্মেলনে যথারীতি ইরানের বিরুদ্ধে কথা বলেন সৌদি যুবরাজ। ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও নাশকতামূলক পরিকল্পনার মোকাবিলায় নিজেদের মধ্যে ঐক্য দরকার বলে মন্তব্য করেন তিনি।

সম্মেলনে সদস্য দেশগুলো আল-উলা ঘোষণার দু’টি নথিতে সই করেছেন। তবে এর বিষয়বস্তুগুলো এখনও প্রকাশ করা হয়নি।

২০১৭ সালে কাতারের সঙ্গে সম্পর্কের দারুণ অবনতি ঘটে আরবীয় উপসাগরীয় দেশগুলোর। তারই জেরে জুন মাসে দেশটির ওপর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসরের তরফ থেকে নেমে আসে অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা। বন্ধ করে দেওয়া হয় সব ধরনের যোগাযোগ। তবে কাতার সব সময়ই তাদের অভিযোগ অস্বীকার করে এসেছে। নতুন চুক্তির ফলে সৌদি আরব ও কাতারের মধ্যবর্তী আকাশ, স্থল ও সমুদ্র সীমান্তগুলো মঙ্গলবার সন্ধ্যা থেকেই খুলে দেয়া হয়েছে।

কানাডার আলবার্টায় করোনার নতুন ধরন শনাক্ত

কানাডার আলবার্টায় সম্প্রতি যুক্তরাজ্য থেকে আসা একজন ব্যক্তির দেহে করোনার নতুন ধরন শনাক্ত করা হয়েছে।

সোমবার বিকেলে আলবার্টার চিফ মেডিক্যাল অফিসার ডা. ডিনা হিনসা এ তথ্য জানান।

তিনি বলেন, শনাক্ত হওয়া ব্যক্তি নিজেকে আলাদা করে রেখেছেন এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলেছেন। তাই করোনার এই নতুন ধরন তার মাধ্যমে ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম।

ডা. ডিনা হিনসা বলেন, মনে রাখা জরুরি জনস্বাস্থ্য ব্যবস্থা যে স্থানে রয়েছে তা এই রূপের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক এবং আমরা একে অপরকে রক্ষা করার জন্য সর্বোত্তম কাজটিই করছি।

উল্লেখ্য, ইতিমধ্যেই যুক্তরাজ্য থেকে সব ধরনের ফ্লাইট বন্ধ করেছে কানাডা।  এছাড়াও গত ১৪ দিনের মধ্যে আমেরিকা বা দক্ষিণ আফ্রিকাতে থাকা যে কোনও ব্যক্তি আলবার্টায় প্রবেশ করলে তাকে আলবার্টা হেলথ সার্ভিসের সাথে যোগাযোগ করতে হবে এবং ভ্যারিয়েন্টের আরও কোনো লক্ষণ থাকলে তা শনাক্ত করতে সহায়তা করার জন্য কোভিড-১৯ পরীক্ষা করতে হবে।

বিদায়ের মাসে আরও বেপরোয়া ট্রাম্প

ক্ষমতা থেকে বিদায়ের মাসে আরও বেপরোয়া হয়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোট জালিয়াতির অভিযোগ তুলে আদালত পর্যন্ত গিয়েও ফল নিজের পক্ষে নিতে ব্যর্থ হওয়ার পর এখন নিজের দল রিপাবলিকান পার্টিকেই হুমকি দিচ্ছেন। ক্ষমতার শেষ দিনগুলোতেও সর্বশক্তি প্রয়োগ করে প্রেসিডেন্ট নির্বাচনের ফল ছিনতাইয়ে মরিয়া হয়ে উঠেছেন তিনি। এখন চাপ দিয়ে কংগ্রেসের আইনপ্রণেতাদের বাগে আনতে চেষ্টা করে যাচ্ছেন। একই সঙ্গে প্রেসিডেন্টের ক্ষমতায় একের পর এক এমন সব অপরাধীকে ক্ষমা করে দিচ্ছেন, যা দেশটির বিচার ব্যবস্থাকে প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। এখানেই শেষ নয়, কংগ্রেসের সিনেট ও প্রতিনিধি পরিষদে পাস হওয়া করোনাকালীন প্রণোদনা বিলটি তিনি ঝুলিয়ে দিয়ে জনজীবনে নেমে আসা দুর্যোগ আরও দীর্ঘায়িত করার পাঁয়তারা করতে পারেন বলে আশা করা হচ্ছে। খবর এএফপি, সিএনএন ও বিবিসি।

গত মঙ্গলবার প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে ১৫ জনকে কারাগার থেকে মুক্তি দিয়েছেন ট্রাম্প। এর মধ্যে দু’জন সাবেক আইনপ্রণেতা রয়েছেন। এই দু’জন ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের সঙ্গে জড়িত ছিলেন। একজন তার নির্বাচনী প্রচারণার সাবেক সহকারী।

নিজের দীর্ঘ তালিকা থেকে অপরাধ ও দণ্ড থেকে মুক্তি দেওয়ার ঘটনা প্রমাণ করে, সবদিক খোলা রেখে ৬ জানুয়ারিকে টার্গেট করে ছক কষছেন ট্রাম্প। ৩ নভেম্বরের ভোটের ফল পাল্টে দিয়ে ক্ষমতায় আরও চার বছরের জন্য থেকে যাওয়ার কথা বিভিন্ন ফন্দিতে জারি রাখছেন। এরই মধ্যে তার একটি সমর্থকগোষ্ঠী ২০ জানুয়ারি ট্রাম্পকে নিয়ে ভার্চুয়ালি বিকল্প অভিষেক অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দিয়েছে। এ দিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের অভিষেক হবে।

মঙ্গলবার ফেসবুক ও টুইটারে এক পোস্টে নিজের রিপাবলিকান পার্টির নেতাদের ওপর চড়াও হন ট্রাম্প। এতে তিনি বলেন, রিপাবলিকান পার্টিকে ভুলে গেলে চলবে না যে, তার সাহায্য ছাড়া সিনেটে দলের আটটি আসন কম হতো। যুক্তরাষ্ট্রের সিনেটে এখন পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার কৃতিত্বও দাবি করেন তিনি।

এদিকে ট্রাম্পের ক্ষমার তালিকা কতটা বড় হয়, তা নিয়ে উদ্বেগে যুক্তরাষ্ট্রের প্রশাসন ও রাজনৈতিক অঙ্গন। এমনকি নিজের জন্যও তিনি ক্ষমাপত্রে স্বাক্ষর করতে পারেন বলে একসময় বলেছেন। শেষ মুহূর্তে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছে ক্ষমতা প্রদান করে ট্রাম্প নিজের জন্য সাধারণ ক্ষমা গ্রহণ করতে পরেন, এমন কথাও বলাবলি হচ্ছে।

২০ জানুয়ারির আগে ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টি এখন ৬ জানুয়ারির দিকে। এদিন ইলেক্টোরাল কলেজ ভোট কংগ্রেসের যৌথ অধিবেশনে গ্রহণ করা হবে। এটি সাংবিধানিক আনুষ্ঠানিকতা মাত্র। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে এই সাংবিধানিক আনুষ্ঠানিকতায় কখনও বড় কোনো পরিবর্তন হয়নি। তবে ট্রাম্পের কারণে এবারের পরিস্থিতি বেশ উত্তপ্ত। কারণ, কংগ্রেসের যৌথ অধিবেশনে পদাধিকারবলে সভাপতিত্ব করবেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

অন্যদিকে দীর্ঘ বিতর্কের পর করোনায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগকিরদের জন্য কংগ্রেসে যে ৯০ হাজার কোটি ডলার প্রণোদনা পাস হয়েছে, তাতে নাখোশ হয়েছেন ট্রাম্প। বিল সংশোধন করে প্রত্যেক নাগরিকের জন্য ২০০০ ডলার প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এতে করে ঝুলে যেতে পারে পুরো প্রক্রিয়া।

আগামী শিক্ষাবর্ষ থেকে কাশ্মীরে এআইআইএমএসের মেডিকেল কোর্স

ভারত সরকার আগামী শিক্ষাবর্ষ থেকে কাশ্মীরে মেডিকেল কোর্স শুরু করতে যাচ্ছে। এর জন্য কাশ্মীরে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের (এআইআইএমএস) একটি অস্থায়ী ক্যাম্পাস স্থাপনের জন্য জম্মু ও কাশ্মীর প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

দক্ষিণ কাশ্মীরের আন্তিপোরায় এআইআইএমএসের প্রস্তাবিত ক্যাম্পাস সংলগ্ন জায়গায় অস্থায়ী ক্যাম্পাস স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। খবর ইন্ডিয়া ব্লুমসের

দেশটির স্বাস্থ্য বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, চলতি শিক্ষাবর্ষ থেকে জম্মুর সাম্বাতে মেডিকেল কোর্স শুরু করতে ভারত সরকার ইতোমধ্যে এআইআইএমএসকে অনুমোদন দিয়েছে।

জম্মু প্রশাসন সাম্বায় অস্থায়ী আবাসন স্থাপন করেছে। প্রশাসনের নির্দেশ দেওয়া হয়েছে আন্তিপোরাতেও একই ধরনের অস্থায়ী আবাসন স্থাপনের জন্য।

২০২০-২০১২ শিক্ষাবর্ষের মোট ৫০টি এমবিবিএস আসনে ভর্তির জন্য সাম্বা জেলার বিজয়পুর তহসিলের এআইআইএমএসকে অনুমোদন দেওয়া হয়েছে।

ভারতের কেন্দ্রীয় সরকার এই প্রকল্প শেষ করতে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দিয়েছে।

আন্তিপোরায় এআইআইএমএসের প্রজেক্টটি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়ন প্যাকেজের (পিএমডিপি) একটি অংশ, যা ২০১৫ সালের নভেম্বরে ঘোষণা করা হয়েছিল।

২০১৯ সালের প্রথম দিকে ভারতের কেন্দ্রীয় সরকার ১ হাজার ৮২৮ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি অনুমোদন করেছে।

আন্তর্জাতিক আফগানিস্তানে ২ বোমা বিস্ফোরণে ১৪ জন নিহত আফগানিস্তানে ২ বোমা বিস্ফোরণে ১৪ জন নিহত

আফগানিস্তানের বামিয়ান শহরের একটি বাজারে দুইটি বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৫ জন। প্রদেশটির কর্মকর্তারা সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

প্রদেশটির পুলিশ প্রধান জবারদাস্ত সাফাই মঙ্গলবার বলেছেন, বিস্ফোরকগুলো বামিয়ানের একটি রাস্তার কাছে লুকিয়ে রাখা ছিল। মূলত শিয়া হাজারা জাতিগত সংখ্যালঘু সদস্যদের বাসস্থানে এগুলো ছিল। খবর আল জাজিরার

প্রদেশের দুইজন ট্রাফিক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে ১২ জন বেসামরিক নাগরিক রয়েছেন। এরমধ্যে শিশুও রয়েছে। এছাড়া দুইজন ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পরে ব্যস্ত একটি বাজারে বিস্ফোরণগুলো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, দুটি বোমা জনসমাগম আছে এমন জায়গায় বিস্ফোরণ ঘটানো হয়। একে একটি ‘ক্ষমার অযোগ্য অপরাধ’ হিসেবে অভিহিত করেছেন তিনি।

স্থানীয় বাসিন্দা আনোয়ার সাদাতার এএফপিকে বলেন, আমি যখন ওই মার্কেটে পৌঁছাই, তখনও রক্ত লেগে আছে দেখতে পাই। শরীরের বিভিন্ন অংশ পড়ে রয়েছিল। বিস্ফোরণটি যখন হয়, তখন সবাই শপিংয়ে ব্যস্ত ছিল বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, পরে আমি হাসপাতালে যাই। নিহত এবং আহতদের স্বজনরা কান্নাকাটি করছিলেন। তাদের সান্ত্বনা দেওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না।

আনোয়ার সাদাতার বলেন, হাসপাতালে এত আহত লোক ছিলেন, আর এত গুরুতর অবস্থা ছিল, চিকিৎসক কাকে আগে চিকিৎসা দেবেন, অনেকটা ভেবে পাচ্ছিলেন না। এই মর্মান্তিক দৃশ্য আমি কখনও ভুলতে পারব না।

আহত ৪৫ জনের বেশিরভাগই বিস্ফোরণের সময় কাছাকাছি একটি রেস্তোরাঁ ও আশপাশের দোকানগুলোতে ছিলেন।

সুইজারল্যান্ডে দাতা দেশগুলোর এক সম্মেলনে আফগানিস্তানের জন্য আন্তর্জাতিক মহলের বিপুল অর্থ সহযোগিতার প্রতিশ্রুতির মধ্যেই মঙ্গলবার বামিয়ানে এ বিস্ফোরণের ঘটনা।

তাৎক্ষণিকভাবে এ বিস্ফোরণের দায় এখনও কেউ স্বীকার করেনি। যদিও দেশটিতে ২০০১ সালের শেষের দিকে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তালেবানরা কাবুল প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ চালাচ্ছেন, কিন্তু এ হামলার কথা তারা অস্বীকার করছেন।

আফগান সরকার ও তালেবান প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা চললেও দুইপক্ষের মধ্যে লড়াই এখনও অব্যাহত। চলতি বছরের প্রথম নয় মাসেই দেশটিতে বেসামরিক হতাহতের সংখ্যা ছয় হাজারের কাছাকাছি পৌঁছে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

একজনের মিথ্যাচারে লকডাউনে ১৭ লাখ মানুষ

করোনাভাইরাসে আক্রান্ত এক পিৎজা কর্মীর মিথ্যাচারে সম্প্রতি লকডাউনে যেতে হয়েছে ১৭ লাখ মানুষকে । ঘটনাটি ঘটেছে দক্ষিণ অস্ট্রেলিয়ায়।

দক্ষিণ অস্ট্রেলিয়ার মূখ্যমন্ত্রী স্টিভেন মার্শাল সাংবাদিক সম্মেলন করে ওই প্রদেশের ১৭ লাখ মানুষকে ছয়দিনের জন্য লকডাউনে থাকার নির্দেশ দেন।

দক্ষিণ অস্ট্রেলিয়ান পুলিশ কমিশনার গ্রান্ট স্টিভেনস জানিয়েছেন, পিৎজা শপের ওই কর্মচারী জানিয়েছিলেন, তিনি ওই পিৎজা শপে একজন ক্রেতা হিসেবে গিয়েছিলেন। কিন্তু তিনি যে ওখানকার একজন কর্মচারী সেটি তিনি আড়াল করেন। ওই শপে তিনি নিয়মিত শিফটে কাজ করতেন।

এপ্রিলের পর প্রথমবারের মতো স্থানীয়ভাবে কয়েকজন ব্যক্তির করোনা শনাক্ত হওয়ায় বুধবার দক্ষিণ অস্ট্রেলিয়া লকডাউন করেছিল। এর মধ্যে পিৎজা বারটি করোনার ‘হটস্পট’ হিসাবে চিহ্নিত করা হয়েছে।

মার্শাল বলেছেন, পিৎজা বারের সাথে সম্পৃক্তরা ইচ্ছাকৃতভাবে করোনা শনাক্তকরণ দলকে বিভ্রান্ত করেছে।

জানা গেছে, শনিবার মধ্যরাত পর্যন্ত, ওই প্রদেশে সব ধরনের হোম অর্ডার বাতিল করা হবে। এরপর দক্ষিণ অস্ট্রেলিয়ানদের বাইরে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। তবে আগের নিষেধাজ্ঞাগুলি মেনে চলতে হবে।

মূখ্যমন্ত্রী এবং পুলিশ কমিশনার জানিয়েছে, মিথ্যা বলার জন্য কোনও আইন না থাকায় ওই পিৎজা কর্মীকে কোনো সাজা বা জরিমানা করা হবে না।

মার্শাল জানিয়েছেন,যারা পিৎজা বারের ওই কর্মচারীর সংস্পর্শে এসেছেন তাদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে।

করোনার সংক্রমণ প্রতিরোধে এরই মধ্যে দক্ষিণ অস্ট্রেলিয়ার স্কুল, পাব, কফি শপ এবং বাইরের খেলাধূলা বন্ধ করা হয়েছে। শুধুমাত্র প্রয়োজনীয় সব পরিষেবা যেমন- সুপারমার্কেট, চিকিৎসা সুবিধা এবং গণ পরিবহণ ব্যবস্থা খোলা রয়েছে। সূত্র : সিএনএন

ভারতে একই পরিবারের ৩ জনের শিরচ্ছেদ

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের খুন্তি এলাকায় একই পরিবারের তিন সদস্যকে অপহরণের পর শিরশ্ছেদ করা হয়েছে। কালো জাদুর কুসংস্কারে এমনটি ঘটেছে বলে ধারণা পুলিশের। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয়রা বলছেন, সম্প্রতি খুন্তি জেলার ওই গ্রামে সন্তানের জন্ম দেন এক নারী। জন্মের কয়েকদিন পরই মারা যায় শিশুটি। এরপর স্থানীয় এক ব্যক্তি অভিযোগ তোলেন বিরষা মুণ্ডা নামের এক ব্যক্তির পরিবার ওই সন্তানের মৃত্যুর জন্য দায়ী। কালো জাদু করে শিশুটিকে হত্যা করা হয়েছে; এমন গুজব ছড়িয়ে পড়ে গ্রামজুড়ে। পরে ওই পরিবারকে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করেন কয়েকজন গ্রামবাসী। ‘শাস্তিস্বরূপ’ অক্টোবরের প্রথম সপ্তাহে বেশ কয়েকজন মিলে অভিযুক্ত পরিবারের তিনজনকে অপহরণ করেন। পরে তাদের শিরশ্ছেদ করা হয়। খবর হিন্দুস্তান টাইমসের।

খুন্তি জেলার পুলিশ সুপার আশুতোষ শেখর বলেন, ইতোমধ্যে সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। শিরশ্ছেদের অভিযোগ স্বীকার করেছে গ্রেপ্তারকৃতরা।

ভারতে ৩ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা

ভারতে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

বুধবার উত্তরপ্রদেশের লক্ষীপুর খেড়ির ওই শিশু নিখোঁজ হয়; বৃহস্পতিবার বাড়ির পাশ্ববর্তী এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার হয়।

এনডিটিভি বলছে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মাত্র ২০ দিনের মধ্যে লক্ষীপুর খেড়ি জেলায় তৃতীয়বারের মতো আবারও ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটলো।

বৃহস্পতিবার পুলিশ জানিয়েছিল, শিশুটিকে হত্যা করা হয়েছে। তার সঙ্গে যৌন নিপীড়নের ঘটনাও ঘটেছে।

ধর্ষণের পর হত্যার শিকার শিশুর বাবা পুলিশের কাছে অভিযোগ করেছেন, পাশ্ববর্তী গ্রামের এক ব্যক্তি পূর্ব শত্রুতার জেরে তার মেয়েকে হত্যা করেছে।

পুলিশ জানায়, বুধবার বিকেলে বাড়ি থেকে মাঠে যাওয়ার পর আর ফিরে না আসায় তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে বৃহস্পতিবার একটি আখ ক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

জেলা পুলিশের প্রধান সতেন্দ্র কুমার বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

জামাল খাশোগি হত্যায় অভিযুক্তদের বিচার শুরু করছে তুরস্ক

সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক ও সাংবাদিক জামাল খাশোগি হত্যায় অভিযুক্ত ২০ সৌদি কর্মকর্তার বিচার শুরু করছে তুরস্ক।

স্থানীয় সময় শুক্রবার সকালে ইস্তাম্বুলের আদালতে বিচার শুরু হবে। খবর রয়টার্সের

ইস্তাম্বুলের কৌসুঁলিরা খাশোগিকে হত্যার অভিযোগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দুই সাবেক সহযোগী এবং আরও ১৮ জনকে অভিযুক্ত করেছে।

বিচারের মধ্য দিয়ে খাশোগির মরদেহ কোথায় সে সম্পর্কে নতুন তথ্যপ্রমাণ বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন তার বাগদত্তা হাতিস চেঙ্গিস। তিনি বলেন, আমি আশা করি তুরস্কের এই বিচারকাজের মধ্য দিয়ে খাশোগির মরদেহের সন্ধান মিলবে এবং হত্যাকারীদের বিরুদ্ধে নতুন তথ্যপ্রমাণ বেরিয়ে আসবে।

জামাল খাশোগি এক সময় সৌদি রাজপরিবারের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। তবে এক পর্যায়ে অবস্থান পাল্টে তিনি রাজপরিবারের কঠোর সমালোচকে পরিণত হন। যুক্তরাষ্ট্রের দ্য ওয়াশিংটন পোস্টে তিনি সৌদি রাজপরিবারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করে কলাম লিখতেন।

খাশোগি ২০১৮ সালের ২ অক্টোবর দুপুরে তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত সৌদি কনস্যুলেটে প্রবেশ করেন। পরে তিনি নিখোঁজ হন।

তুর্কি দাবি করেছিল, খাশোগিকে হত্যা করে তার লাশ টুকরো টুকরো করে ফেলা হয়েছে।

তবে খাশোগি নিখোঁজের পর সৌদি কর্মকর্তারা এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছিল, কনস্যুলেটে প্রবেশের কিছুক্ষণের মধ্যেই তিনি বের হয়ে গেছেন। পরে তারা দাবি করে, এজেন্টদের সঙ্গে ‘হাতাহাতিতে’ খাশোগির মৃত্যু হয়েছে।

সৌদি রাজপরিবারের, বিশেষ করে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রত্যক্ষ মদদে খাশোগিকে ইস্তাম্বুলে হত্যা করার অভিযোগ ওঠে। সৌদি এ দাবি প্রত্যাখ্যান করে। কিন্তু জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো সৌদির এ দাবিতে সন্তুষ্ট ছিল না।

পরে সৌদি আরব জানায়, সরকারি একটি বাহিনীকে ইস্তাম্বুলে পাঠানো হয়েছিল খাশোগিকে দেশে ফিরিয়ে আনতে। কিন্তু সেই ‘অভিযানটি বিশৃঙ্খল’ হয়ে পড়ায় খাশোগি খুন হয়ে যান।

এরপর সৌদি ১১ জনকে খাশোগি হত্যার ঘটনায় অভিযুক্ত করে। রিয়াদে একটি গোপন বিচারালয়ে তাদের মধ্যে পাঁচজনকে মৃত্যুদণ্ড, তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও বাকিদের ছেড়ে দেওয়া হয়। খাশোগির ছেলেরা তাদের বাবার হত্যাকারীদের ‘ক্ষমা’ করে দিয়েছেন বলে পরে এক বিবৃতিতে জানান।

করোনা আক্রান্ত কমবয়সীরা স্ট্রোকের ঝুঁকিতে

যাদের বয়স ৩০ বা ৪০ বছরের কোঠায় তারাও কমবেশি কোভিড-১৯ বা নভেল করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এই বয়সীদের অনেকেই সংক্রমিত হওয়ার পর হঠাৎ করেই স্ট্রোক করছেন। তাদের জটিল কোনো রোগও ছিল না আগে থেকে।

বেশ কয়েকজন রোগীকে পর্যবেক্ষণের পর স্থানীয় সময় বুধবার এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকেরা। সিএনএন অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বেশ কয়েকজন করোনা আক্রান্ত রোগীর ক্ষেত্রে দেখা গেছে, অনেকের রক্ত অস্বাভাবিকভাবে জমাট বেধে যাচ্ছে। এর পরিণতিতে তাদের স্ট্রোক হচ্ছে।

নিউইয়র্কের মাউন্ট সিনাই হেলথ সিস্টেমের নিউরোসার্জন ডা. টমাস অক্সলে ও তার সহকর্মীরা চিকিৎসা দিয়েছেন এমন পাঁচজন করোনা আক্রান্ত রোগীর বিস্তারিত তুলে ধরেছেন তারা। তাদের প্রত্যেকের বয়স ছিল ৫০ এর নীচে। তাদের সবারই খুব হালকা করোনার উপসর্গ ছিল।

অক্সলে বলেন, দেখা যাচ্ছে, করোনাভাইরাসে আক্রান্ত অনেকের বড় শিড়ায় রক্ত জমাট বেধে যাচ্ছে। এর ফলে মারাত্মক স্ট্রোক হচ্ছে আক্রান্তদের। গত দুই সপ্তাহে তুলনামূলক কম বয়সীদের মধ্যে স্ট্রোকের হার বেড়ে গেছে। তাদের আগে কখনও স্ট্রোকের ইতিহাস নেই। যে পাঁচজনের কথা ওপরে বলা হয়েছে তারা করোনায় আক্রান্ত হলেও বাড়িতেই ছিলেন। স্ট্রোক করার পরই তারা হাসপাতালে এসেছেন।

নিউইয়র্কের হাসাপাতালগুলোতে উপচে পড়া রোগীর কারণে অনেকেই হাসপাতালে যাওয়ার প্রয়োজনীয়তার বোধটুকুও হারিয়ে ফেলেছেন।

অপেক্ষাকৃত কম বয়সীদের স্ট্রোক হওয়াটা স্বাভাবিক বিষয় নয়। ডা. অক্সলে ও তার সহযোগী চিকিৎসকেরা বিষয়টি নিয়ে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে বিস্তারিত লিখেছেন। গত ১২ মাসের তুলনায় গত কয়েক সপ্তাহে তারা বেশ কয়েকটি স্ট্রোকের রোগী পেয়েছেন যারা করোনায় আক্রান্ত ছিলেন এবং তাদের বয়স ৫০ এর নীচে।