দেশের বাইরে অবস্থানকারী নুরুল হুদা, যিনি জনপ্রিয় অনলাইন দৈনিক নবজুগের সিনিয়র সহ-সম্পাদক। তিনি তাঁর পত্রিকায় সরকারের সমালোচনা করবার কারনে একাধিক আক্রোশপ্রসূত মামলার শিকার হয়েছেন। এখন তাঁর বাবা মাকে হয়রানি করছে পুলিশ। দেখুন ভিডিওতে যুক্তরাজ্যে বসবারত নুরুল হুদার পিতা আবুল কালাম ও মাতা সিরিয়া বেগম কি বলছেন।
(আবুল কালাম)
আমার ছেলে তো লন্ডনে থাকে। তাঁর নাম নুরুল হুদা। আমি তাঁর বাবা আবুল কালাম। কয়েকদিন আগে, ধরুন সপ্তাহখানেক আগে পুলিশ এসেছে। এসে আমাকে ধমক দিয়েছে। এই করবো, সেই করবো বলে শাসিয়েছে। জেলে নিয়ে যাবে আমার ছেলেকে। সে আমার ছেলে হয়। প্রথম ছেলে আমার। কিন্তু সে তো অনেকদিন যাবত, প্রায় ১৫ বছর যাবত বিদেশে আছে। কিন্তু সে তো বিএনপি সমর্থন করে। কি সব লেখালেখি করে, সেইটা তো আপনারা ভালো জানবেন। সে তাঁর পত্রিকা চালায়, ওইগুলাই নাকি ক্রাইম। পুলিশ এসে অনেকদিন তাড়া করেছে আমাকে, বলে যে ছেলে কই ছেলেকে এনে না দিলে আমাকে জেলে নিয়ে যাবে। এখন আমরা এমতাবস্থায় কীভাবে এই বাসাবাড়িতে থাকবো? আমার ছেলে কী করে, সেটা তো আমি জানি না। কিন্তু তাঁর বিরুদ্ধে বার বার মামলা হচ্ছে, বার বার আমার বাড়িতে পুলিশ আসছে এবং জিগ্যেস করছে যে আমার ছেলে কোথায় থাকে। আমাকে এসব বলছে।
পুলিশ ধরুন সপ্তাহখানেক আগে এসেছে। এসে আমাকে ধমক দিয়েছে জিগ্যেস করেছে তোমার ছেলে কী বাড়িতে আছে? আমি বললাম, বাড়িতে নাই। কিন্তু তারপর আমাকে বলে যে ছেলে কোথায় আছে বের করে দেন, নাহলে আপনাকে জেলে নিয়ে যাবো। আমি বললাম সে তো লন্ডনে আছে, সে বিএনপি সমর্থক। পত্রিকায় লেখালেখি করে, ফেসবুকে কী লিখে না লিখে সেটার কিছুই আমি জানিও না। এখন তো নিরাপদ মনে করি না আমি। এখানে তো আমিই বিপদের সম্মুখীন হচ্ছি। নিজেকে নিরাপদ মনে করি না আমি। পুলিশ আমাকে যেকোনো মুহূর্তে গ্রেফতার করতে পারে, এই বলে হুমকি দিয়ে গেছে আমাকে। তাঁরা বলেছে আমার ছেলে নাকি ফেসবুকে সরকারের বিরুদ্ধে লেখালেখি করে, এসবই বলেছে আমাকে। কিন্তু সরকারের বিরুদ্ধে কী লেখালেখি করে সেগুলো তো আমাকে দেখায় নি, হয়তো সরকারের বিরুদ্ধে কিছু লেখেছে এই জন্য মামলা হয়েছে। এর আগেও ওর নামে মামলা হয়েছে। আমি ভয়ে আছি আমার বিরুদ্ধে কী নির্যাতন চালায়, আমি তো লোকালয়ে থাকি। এখন আমাকে মনে হচ্ছে নির্জন কোন স্থানে আশ্রয় নিতে হবে।
এখন আমি সঠিক বলতে পারি না কী হবে। হয়তো আমাকে জেলে দিতে পারে, ফাঁসিও দিতে পারে। এইধরনের কিছু হুমকি দিয়ে গেছে আমাকে।
জ্বি না, নিরাপদ না। আমার ছেলে দেশে ফিরলে তো তাঁর মৃত্যুদণ্ডও হতে পারে।

(সিরিয়া বেগম)
আজকেও ফোন দিয়েছে, সকালেও ফোন দিয়েছে। ১৪ বছর হয়ে গেছে। পুলিশ আমাদের অনেক জ্বালাতন করে। দু’তিন বার ঘুরে গেছে। আমাদের তো আতংকে এখান থেকে পালিয়ে যেতে হবে, আমাদের বলে যে আমাদের ছেলে বিএনপি সমর্থক। পুলিশে এসে আমাদেরকে বলে যে আপনার ছেলের নামে মামলা হয়েছে, সে বিএনপি সমর্থক। মোবাইল ফোনে (সামাজিক গণমাধ্যমে) কিছু একটা করেছে। হুমকি দিয়ে বলে যে ছেলেকে ডেকে আনো, এগুলো বলে ভয় দেখিয়েছে। জিগ্যেস করে, “তোমার ছেলে দেশে আসবে না নাকি?”
আমার নাম সিরিয়া বেগম। আমার ছেলের নাম নুরুল হুদা। থাকে লন্ডন।