দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ইছাহক আলী মালিথা নৌকা প্রতিকে ২৮ হাজার ৫৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়ন ধানের শীষ প্রতিকে ২১৮৫ ভোট পেয়েছেন।
বিজয়ী কাউন্সিলরা হলেন- সাধারণ কামাল হোসেন, মনিরুল ইসলাম সাবু, জাহাঙ্গীর আলম, আমিনুর রহমান, ওয়াকিল আলম, আবুল হাশেম, আব্দুল লতিফ মিন্টু, আবু জাহিদ উজ্জল ও ইউসুফ হোসেন।
সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলার ফরিদা ইয়াসমিন, রহিমা খাতুন ও ফিরোজা বেগম।
ঈশ্বরদী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা পিএম ইমরুল কায়েস এই তথ্য নিশ্চিত করেছেন।
ঈশ্বরদী নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রায়হান কুদ্দুস জানান, পৌরসভায় মোট ভোটার ছিল ৫৫ হাজার ৫৬৮। পুরুষ ভোটার ২৭ হাজার ২৪১ এবং নারী ভোটার ২৮ হাজার ৩২৭ জন। মোট বুথ ১৯টি এবং কেন্দ্র ছিল ১৫২টি।