শীত উপেক্ষা করে ভোট কেন্দ্রে নারী ভোটারদের ভিড়

শীত উপেক্ষা করে ভোট কেন্দ্রে নারী ভোটারদের ভিড়

দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে বরগুনার কমলগঞ্জ পৌরসভায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। শীত উপেক্ষা করে ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন। বিশেষ করে কেন্দ্রগুলোতে পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি।

কমলগঞ্জ মডেল সরকারী প্রার্থমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পুরুষ ভোটার চেয়ে নারী ভোটারের উপস্থিতি দেখা গেছে। কেন্দ্রের বাহিরে ছিল দীর্ঘ লাইন। সকাল ৮টার আগেই থেকেই নারীরা ভোট কেন্দ্রে আসতে থাকেন। একই অবস্থা ৩নং কেন্দ্র কমলগঞ্জ সরকারী কলেজ ও মডেল সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। শত শত নারী ভোটার উপস্থিত হন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত কমলগঞ্জ পৌরসভায় ৯টি কেন্দ্র রয়েছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রতি কেন্দ্রে একজন করে মোট ৯ জন ম্যাজিষ্ট্রেট দায়িত্বে রয়েছেন। মোতায়েন করা হয়েছে  পুলিশ,বিজিবি ও আনসার। তাছাড়া প্রতি কেন্দ্রে ৭-১০ জন পুলিশসহ ১৪ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *