ট্রাম্প সমর্থকদের হামলার আশঙ্কা, গোয়েন্দা সংস্থার সতর্কতা

ট্রাম্প সমর্থকদের হামলার আশঙ্কা, গোয়েন্দা সংস্থার সতর্কতা

নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানের আগে যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প সমর্থকরা আরও সশস্ত্র বিক্ষোভ করতে পারেন বলে সতর্ক করেছে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই। শপথ অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা কঠোর করার মধ্যে এ সতর্কতা।

সোমবার সংস্থাটি জানিয়েছে, ২০ জানুয়ারির আগে ৫০টি অঙ্গরাজ্যের ক্যাপিটলসহ ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প সমর্থকদের সশস্ত্র গ্রুপগুলো সমবেত হওয়ার পরিকল্পনা করছে। এছাড়া এফবিআইয়ের একটি অভ্যন্তরীণ বুলেটিনে বলা হয়েছে, ট্রাম্প সমর্থক একটি গোষ্ঠী অঙ্গরাজ্য, স্থানীয় এবং কেন্দ্রীয় আদালতগুলোতে ঢুকে পড়ার ডাক দিচ্ছে। খবর বিবিসির

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির প্রধান চাদ ওলফ জানিয়েছেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে বিশেষ অভিযান শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে। শপথ অনুষ্ঠানটির নিরাপত্তায় এবং ৬ জানুয়ারির ঘটনার পুনরাবৃত্তি রোধে ১৫ হাজার ন্যাশনাল গার্ডের সেনা মোতায়েন করা হবে।

গত ৬ জানুয়ারি কংগ্রেসে জো বাইডেনের বিজয় অনুমোদনের দিনে ক্যাপিটল হিলে নজিরবিহীন তাণ্ডব চালান ট্রাম্প সমর্থকরা। পুলিশের সঙ্গে তাদের তুমুল সংঘর্ষ হয়। এক পুলিশ কর্মকর্তাসহ প্রাণ হারান ৫ জন। ট্রাম্পের উসকানিতেই এই হামলা হয়েছে বলে অভিযোগ। ট্রাম্পকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করেছেন ডেমোক্র্যাটরা।

আগামী ২০ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনের বাইরে জো বাইডেনের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। এ প্রসঙ্গে সোমবার জো বাইডেন সাংবাদিকদের জানান, ক্যাপিটলের বাইরে শপথ নিতে কোনো ভয় পাচ্ছেন না তিনি। আশা করা হচ্ছে তিনি এবং নতুন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ভবনের বাইরেই শপথ নেবেন।

খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থাগুলো বলছে, জো বাইডেন দায়িত্ব নেওয়ার আগের দিনগুলোতে আরও সহিংসতা ঘটার আশঙ্কা করা হচ্ছে। ট্রাম্প সমর্থক একটি উগ্র ডানপন্থী অনলাইন নেটওয়ার্ক আগামী ১৭ জানুয়ারি বিভিন্ন শহরে সশস্ত্র বিক্ষোভের ডাক দিয়েছে। এছাড়া শপথের দিনে ওয়াশিংটন ডিসি অভিমুখে মিছিলেরও ঘোষণা দিয়েছে দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *