গুলশানে মারামারির ঘটনায় বিএনপির তদন্ত কমিটি গঠন

গুলশানে মারামারির ঘটনায় বিএনপির তদন্ত কমিটি গঠন

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে দলটি। শুক্রবার এক সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়। এতে দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ১১ সেপ্টেম্বর দেশের চার সংসদীয় আসনের উপ-নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের দিন ঢাকা-১৮ আসনের দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন নেতাকর্মী আহত হন। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক কফিল উদ্দিন ও যুবদলের উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীরের সমর্থকদের মধ্যে এ মারামারি হয়। কূটনৈতিক পাড়া হিসেবে পরিচিত গুলশান-২ এলাকায় এমন সংঘর্ষের ঘটনা দলটির ওপর নেতিবাচক প্রভাব পড়ে। এতে দলটির সিনিয়র নেতারা প্রচণ্ড ক্ষুব্ধ হন। এ ঘঠনার সুষ্ঠু তদন্ত করে দোষিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

খায়রুল কবির খোকন সমকালকে বলেন, তিনি মাত্র দায়িত্ব পেয়েছেন। যে ঘটনা গুলশানে ঘটেছে তার প্রকৃত তদন্ত তিনি করবেন এবং দোষীদের বিষয়ে ব্যবস্থা নিতে কেন্দ্রকে অবহিত করবেন। তিনি কারও পক্ষালম্বন না করে সুষ্ঠু তদন্তের জন্য যা করার দরকার তা করবেন।

কতদিনে এ তদন্ত শেষ করতে বলা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোন টাইমলাইন তাকে দেওয়া হয়নি। তবে শনিবার থেকেই তিনি কাজ শুরু করবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *