গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন আহাকি এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে দুই শিশু নিহত হয়েছে। রোববার দুপুরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেন কোনাবাড়ী মেট্রো থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আহাকি এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনে ওই দুই শিশু বসেছিল। সকাল ১০টার দিকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে ওই দুই শিশু কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তারা দুজন মারা যায়।
তাৎক্ষনিক নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের বয়স আনুমানিক ১২ থেকে ১৪ বছর। নিহত একজনের পরনে জিন্স প্যান্ট ও কমলা রঙের টি-শার্ট এবং অন্যজনের জিন্স প্যান্ট ও হালকা কালো রঙের ফুল শার্ট রয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মোঃ আব্দুল মান্নান জানান, খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি লাশ উদ্ধার করা হয়েছে।
তাৎক্ষনিক নিহতদের পরিচয় জানা যায়নি। তবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।