উৎসবমুখর পরিবেশে বাঞ্ছারামপুরে ছয়ফুল্লাকান্দি কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে বাঞ্ছারামপুরে ছয়ফুল্লাকান্দি কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার “ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন কল্যাণ সমিতির” সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মরহুম আনোয়ার ইসলাম চেয়ারম্যান অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন কল্যান সমিতির সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম তুষারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যাবস্থপনা ও ত্রাণ মন্ত্রানালয় সম্পর্কিত সংসদীয় স্থাস্থী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি। সার্বিক পরিচালনায় ছিলেন শাহ রাহাত আলী মহা বিদ্যালয়ের প্রভাষক মোহাম্মদ সমীর আহাম্মেদ।

সভায় বিশেষ অতিথি ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাদিদ আল রহমান জনি, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য আব্দুল হক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সনি আক্তার সুচি, জনপ্রসাশন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ বাবুল মিয়া, নরসিংদী জেলার সহকারি জজ শেখ সাদী, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা মহিউদ্দিন চৌধুরী ফুল মিয়া, সহসভাপতি হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর করিম মাস্টার, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম নয়ন মাষ্টার, প্রচার সম্পাদক কাদির চৌধুরী, বাঞ্ছারামপুর প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মহরম আলী মাষ্টার, অর্থ সম্পাদক ইকবাল হোসেন, বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ইমতিয়াজ আহাম্মেদ, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক শাহ জালাল সরকার, সাংগঠনিক সম্পাদক পরান, যুবলীগ নেতা ইমরান এলাহী রাজিব, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল হক চৌধুরী, সিনিয়র সহসভাপতি রূহুল আমিন বায়েজিদ, সাধারণ সম্পাদক বিপ্লব আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক হোসাইন সুইলেন, সজিব পারভেজ।

সাধারণ সভায় ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন কল্যাণ সমিতির আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষনা করা হয়। পুনরায় সভাপতি নির্বাচিত হলেন মোহাম্মদ আমিনুল ইসলাম তুষার চেয়ারম্যান। সাধারণ সম্পাদক হলেন শিক্ষানুরাগী মোহাম্মদ সমীর আহাম্মেদ। অর্থ সম্পাদক হলেন দবির ভুইয়া। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *