সু চির মুক্তি চায় জাতিসংঘ

সু চির মুক্তি চায় জাতিসংঘ

মিয়ানমারে সেনা অভ্যুত্থানে আটক দেশটির স্টেট কাউন্সিলর এবং পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ নেতা অং সান সু চিসহ অন্যান্যদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি)। খবর রয়টার্স।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) নিরাপত্তা পরিষদ এ আহ্বান জানানোর পাশাপাশি মিয়ানমারের জরুরি অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে, চীনের আপত্তির মুখে ওই সেনা অভ্যুত্থানের ব্যাপারে নিন্দা জানাতে পারেনি সংগঠনটি।

পাশাপাশি, নিরাপত্তা পরিষদের সদস্যদের সর্বসম্মত এক বিবৃতিতে গণতান্ত্রিক প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলো সমুন্নত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়াও সহিংসতা পরিহার, মানবাধিকার, মৌলিক স্বাধীনতা, আইনের শাসনকে সমুন্নত রাখার আহ্বানও জানানো হয়েছে।

তাছাড়া, মিয়ানমারের জনগণের স্বার্থে তাদের ইচ্ছানুযায়ী আলোচনায় বসা এবং সম্প্রীতির পথে হাঁটার তাগিদ দেওয়া হয়েছে বিবৃতিতে।

এ ব্যাপারে চীনের জাতিসংঘ মিশনের এক মুখপাত্র বলেছেন, নিরাপত্তা পরিষদের বিবৃতিতে যে বিশেষ বার্তা দেওয়া হয়েছে তা সব পক্ষই মেনে চলবে এবং ইতিবাচক ফল বয়ে আনবে বলে বেইজিং আশা করে।

এর আগে, সোমবার (১ ফেব্রুয়ারি) মিয়ানমারে সর্বশেষ নির্বাচনের ফল নিয়ে দ্বন্দ্বের জেরে সেনা অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতার দখল নেয়। সে সময় ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষনেতা সু চি এবং প্রেসিডেন্ট উয়িন মিন্টসহ বেশ কয়েকজন এমপিকেও আটক করে সেনাবাহিনী।

ইতোমধ্যেই, সু চির বিরুদ্ধে এরই মধ্যে বেশ কয়েকটি অভিযোগ দায়ের করেছে মিয়ানমার পুলিশ। অভিযোগ তদন্তের জন্য ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাকে রিমান্ডে রাখা হবে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বুধবারই মিয়ানমারের অভ্যুত্থান ব্যর্থ করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘ মহাসচিব বলেন, মিয়ানমারের ওপর পর্যাপ্ত চাপ প্রয়োগ করে এই অভ্যুত্থানের ব্যর্থতা নিশ্চিত করার জন্য বিশ্ব সম্প্রদায়ে মূল ভূমিকা পালনকারী দেশগুলোকে সক্রিয় করতে সম্ভাব্য সবকিছুই করবে জাতিসংঘ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *