নোয়াখালীর বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, যারা ভারচুয়াল প্রোগ্রাম দিয়ে আসেনা তারা অপরাজনীতির কাছে মাথা নত করেছে। আমার কোন নেতার প্রয়োজন নাই।
তিনি বলেন, আমি কোম্পানীগঞ্জ নেতা কর্মীদেরকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর কথা বলবো, শেখ হাসিনার কথা বলবো। স্বাধীনতার কথা বলবো, উন্নয়নে কথা বলবো। আমাকে বহিষ্কার করবেন, গ্রেফতার করবেন; আমি ভয় পাই না।
বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে বসুরহাট সরকারী মুজিব কলেজ মাঠে কোম্পানীগঞ্জ নাগরিক সমাজ এ সংবর্ধনা সভায় এসব কথা বলেন তিনি।
কাদের মির্জা বলেন, ওবায়দুল কাদেরের পরিবারকে রাজাকারের পরিবার বললেও আজ ওবায়দুল কাদের সাহেব অপরাজনীতির সাথে হাত মিলিয়েছেন। আপনি পদের জন্য আত্মসমর্পণ করেছেন।
তিনি আরো বলেন, নোয়াখালী সদরে এমপি একরামুল করিম চৌধুরী পদত্যাগ না করা পর্যন্ত আমার আন্দোলন চলবে। আমাদের নেতা বসুরহাটের ভোটাদেরকে একটি অভিনন্দন পর্যন্ত দেননি অথচ আজ চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে আগামীকাল তিনিই অভিনন্দন দিবেন, হায়রে নির্বাচন।
কাদের মির্জা বলেন, আমাকে যদি বহিষ্কার না করে তা হলে আগামীতে কোম্পানিগঞ্জ ইউনিয়নের নির্বাচনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।