ভারতের ঝাড়খণ্ড রাজ্যের খুন্তি এলাকায় একই পরিবারের তিন সদস্যকে অপহরণের পর শিরশ্ছেদ করা হয়েছে। কালো জাদুর কুসংস্কারে এমনটি ঘটেছে বলে ধারণা পুলিশের। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয়রা বলছেন, সম্প্রতি খুন্তি জেলার ওই গ্রামে সন্তানের জন্ম দেন এক নারী। জন্মের কয়েকদিন পরই মারা যায় শিশুটি। এরপর স্থানীয় এক ব্যক্তি অভিযোগ তোলেন বিরষা মুণ্ডা নামের এক ব্যক্তির পরিবার ওই সন্তানের মৃত্যুর জন্য দায়ী। কালো জাদু করে শিশুটিকে হত্যা করা হয়েছে; এমন গুজব ছড়িয়ে পড়ে গ্রামজুড়ে। পরে ওই পরিবারকে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করেন কয়েকজন গ্রামবাসী। ‘শাস্তিস্বরূপ’ অক্টোবরের প্রথম সপ্তাহে বেশ কয়েকজন মিলে অভিযুক্ত পরিবারের তিনজনকে অপহরণ করেন। পরে তাদের শিরশ্ছেদ করা হয়। খবর হিন্দুস্তান টাইমসের।
খুন্তি জেলার পুলিশ সুপার আশুতোষ শেখর বলেন, ইতোমধ্যে সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। শিরশ্ছেদের অভিযোগ স্বীকার করেছে গ্রেপ্তারকৃতরা।