পাকিস্তানের পাঞ্জাবে মুখ্যমন্ত্রী নির্বাচনে চমকে দেওয়া ফল

পাকিস্তানের পাঞ্জাবে মুখ্যমন্ত্রী নির্বাচনে চমকে দেওয়া ফল

চমকে দেওয়া ফলাফলে পিএমএল-কিউ-পিটিআই-সমর্থিত প্রার্থী পারভেজ এলাহি শুক্রবার পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর নির্বাচনে পিএমএল-এন-এর হামজা শেহবাজের কাছে হেরে গেছেন। পাঞ্জাব প্রাদেশিক আইনসভার ডেপুটি স্পিকার দোস্ত মোহাম্মদ মাজারি পিএমএল-কিউ সদস্যদের ভোট গণনা করা হয়নি বলে রায় দেওয়ার পর এ ঘটনা ঘটে।

ডেপুটি স্পিকার মাজারির মতে, হামজা ১৭৯ ও এলাহী ১৭৬ ভোট পেয়েছিলেন। তবে এলাহীর নিজের দলের ১০ ভোট গণনা করা হয়নি।

এটিই ফল হামজার পক্ষে এনে দেয়।

ডেপুটি স্পিকারের বিতর্কিত সিদ্ধান্তের পরপরই, পিটিআই নেতা আসাদ উমর টুইট করেছেন যে তারা শুক্রবার রাতেই সুপ্রিম কোর্টে যাবেন।

পিএমএল-কিউ নেতা চৌধুরী সুজাত হুসেনের চিঠির উদ্ধৃতি দিয়ে মাজারি পিএমএল-কিউ ভোট বাদ দেন।

ফলাফল ঘোষণার সময় মাজারি উচ্চস্বরে হুসেনের চিঠি পড়ে শোনান। এতে বলা হয়, ‘পাকিস্তান মুসলিম লীগের (কিউ) দলীয় প্রধান হিসাবে, আমি আমার সমস্ত প্রাদেশিক আইনসভা সদস্যকে মুহাম্মদ হামজা শেহবাজ শরীফের পক্ষে ভোট দেওয়ার নির্দেশনা জারি করেছি। ’

এদিকে পিটিআই নেতা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার সমর্থকদের শান্তিপূর্ণভাবে এর প্রতিবাদ জানাতে বলেছেন।

এর আগে পাঞ্জাবে প্রাদেশিক পরিষদের উপনির্বাচনে বড় জয় পায় ইমরান খানের পিটিআই। রবিবার অনুষ্ঠিত উপনির্বাচনে ২০টি আসনের মধ্যে ১৫টিতেই জয় পেয়েছে পিটিআই। সূত্র: দি ডন