ফুটবলের গৌরব ফিরে পেতে পাড়ায় পাড়ায় ফুটবল খেলা খুবই জরুরি বলে মনে করেন জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার শেখ মোহাম্মদ আসলাম। মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের বঙ্গবন্ধু কলেজ মাঠে আয়োজিত ফুটবল খেলায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আসলাম বলেন, ছোট ছোট এসব খেলা থেকে যুব সমাজের অবক্ষয় রোধ হবে, সুন্দর জীবন ও গতি ফিরে পাবে। শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি টুর্নামেন্টের উদ্বোধনী খেলা উপভোগ করেন তিনি। এতে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন টুর্নামেন্টের উদ্বোধন করেন। গাছা একাদশকে শূন্য এক গোলে হারিয়ে পূবাইল জয়ী হন। দীর্ঘদিন পর এমন আয়োজন হওয়ার বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী খেলায় উল্লাস করতে দেখা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন ৩৫নং ওয়ার্ডের কাউন্সিলর মো.আব্দুল্লা আল মামুন মণ্ডল। এ সময় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মো.ফয়সাল আহসান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন মহি, প্রয়াত আহসান উল্লাহ মাস্টারের ছোট ভাই নূরুল ইসলাম পাঠান, মহানগর আওয়ামী লীগের সদস্য মো. আকরাম হোসেন সরকার প্রমুখ।
৭ দিনের এই টুর্নামেন্টে গাজীপুর মহানগরের গাছা, পূবাইল, টঙ্গী, কাশিমপুর, কাউলতিয়া, বাসন, জয়দেবপুর ও কোনাবাড়ি এলাকার ৮টি দল অংশ নেবে। আগামী ১৯ ফেব্রুয়ারি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল ফাইনাল খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করার কথা রয়েছে।