ঢাকা চলচ্চিত্র উৎসবে আজকের ছবি

ঢাকা চলচ্চিত্র উৎসবে আজকের ছবি

জাতীয় জাদুঘর (প্রধান মিলনায়তন) : সকাল ১০টা ৩০ মিনিটে ‘ফিশ আন্ডার দ্য আইস’ (চীন), দুপুর ১টায় ‘ডেথ অব ডেথ’ (ফিনল্যান্ড, ভারত), দুপুর ৩টায় ‘জুয়ান’ (ফ্রান্স, প্যারাগুয়ে), বিকেল ৫টায় ‘অ্যাংকর বেবি’ (চীন), সন্ধ্যা ৭টায় ‘হাফিয়া স্ট্রিট’ (ইরাক)।

জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তন : সকাল ১০টা ৩০ মিনিটে ‘টাক-টাক’ (ভারত), দুপুর ১টায় ‘সিনেমা শাহর-ই ঘিসেহ’ (ইরান), বিকেল ৩টায় ‘দ্য প্রোটাগনিস্ট’ (আর্জেন্টিনা), বিকেল ৫টায় স্বল্প ও মুক্ত চলচ্চিত্র বিভাগে দেখানো হবে ৯টি ছবি, সন্ধ্যা ৭টায় ‘ঊনপঞ্চাশ বাতাস’ (বাংলাদেশ)।

জাতীয় জাদুঘর (সুফিয়া কামাল মিলনায়তন) : সকাল ১০টা ৩০ মিনিটে ‘জলসাঘর’ (ভারত), দুপুর ১টায় স্পিরিচুয়াল বিভাগে দেখানো হবে চারটি ছবি, বিকেল ৩টায় নারী নির্মাতা বিভাগে দেখানো হবে ছয়টি ছবি, বিকেল ৫টায় নারী নির্মাতা বিভাগে দেখানো হবে আরো দুটি ছবি, সন্ধ্যা ৭টায় ‘৬৭ ডেজ দ্য রিপাবলিক অব ইউজিতজে’ (সার্বিয়া)।

শিল্পকলা একাডেমি : সকাল ১০টা ৩০ মিনিটে ‘মাস্টার মশাই’ (ভারত), দুপুর ১টায় ‘দ্য ওম্যান’ (মঙ্গোলিয়া), বিকেল ৩টায় ‘ফারওয়ে ল্যান্ড’ (তুরস্ক), বিকেল ৫টায় ‘কেয়ারলেস ক্রাইম’ (ইরান)।

শিল্পকলা একাডেমি (জাতীয় চিত্রশালা মিলনায়তন) : সকাল ১০টা ৩০ মিনিটে ‘পথের পাঁচালী’ (ভারত), দুপুর ১টায় ‘সিরিয়াল ড্রিমস’ (ইরান), বিকেল ৩টায় স্বল্প ও মুক্ত চলচ্চিত্র বিভাগে দেখানো হবে আটটি ছবি, বিকেল ৫টায় ‘দ্য পারসেল’ (ভারত)।

উন্মুক্ত প্রদর্শনী : শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘দুনিয়া বদলে দেওয়া যুগান্তকারী নেতৃত্ব’ বিভাগে উন্মুক্ত প্রদর্শন হবে ‘মোটরসাইকেল ডায়েরিজ’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *